Primary Question Solution 2022 3rd Phase Assistant Teacher Exam

Primary MCQ Question Solution 2022 Primary Assistant Teacher MCQ Question Solution 3rd Phase 2022 will be available at our website after holding the examination on 3rd June 2022. The all format question and solution will be given at our website correctly. To get more updates stay tuned here. Like our page to get regular updates.

Primary MCQ Question Solution 2022 – 3rd Phase Assistant Teacher Exam

The examination of the primary assistant teacher recruitment 2022 will be held on 3rd June 2022 in specific districts of Bangladesh together. After completing the examination successfully we will upload the correct and real solution for all exam questions. To get all solution stay with us.

EXAM TYPE: MCQ

EXAM DATE: 21-06-2022

SEE THE BELOW SOLUTION

১.Which one is plural?
উ. গ. None of these

২. Looks before you leap.
উ. খ. ভাবিয়া করিও কাজ

৩. মৌলিক স্বরধ্বনি কয়টি?

উ. গ. ৭ টি

৪. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

উ. ক. ২

৫. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ে ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?

উ. ঘ. 7.5

৬. 0.4*0.02*0.08=?

উ. ক. 0.00064

৭. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

উ. খ. ভাই বোন

৮.‘ choose the correctly spelt word?

উ. খ. voluntary

৯. চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উ. গ. সম্ভাব্যতা

১০. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উ. গ. কর্মে সপ্তমী

১১. 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?

উ. খ. ০.০৮

১২. x- 1/x=2 হলে x4 +1/x4=?

উ. ঘ. 34

১৩. পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত?

উ. ক.ক+ষ

১৪. ‘রাতুল’ শব্দের অর্থ কি?
উ. ক. লাল

১৫. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
ঘ. ত্রিভুজ

উ. ঘ. ত্রিভুজ

১৬. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

উ. ক. 5

১৭. ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ?

উ. গ. অসমাপিকা

১৮. একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া অথবা কমার হার কত?
উ. গ. ৬.২৫

১৯.‘ পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ?

উ. ঘ. পরা

২০. কচুরিপানা পানিতে ভাসে কেন?

উ. ক.কান্ড ফাপা বলে

২১. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
উ. ক. ইসলাম খান

২২. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
উ. ঘ. ৮ টি

২৩. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?

উ. খ. 2 ফেব্রুয়ারি

২৪. I cannot—— to pay such high prices.
উ. খ. afford

২৫. কোনটি যৌগিক বাক্য?

উ. ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো

২৬. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, সঠিক ইংরেজি কি?
উ. খ. The authority took him to task

২৭. ‘ উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি?

উ. ক. সৌম্য

২৮. The ambassador called ——- the president.

উ. খ.on

২৯. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উ. খ. ক্যাপ্টেন এম মনসুর আলী

৩০. What is the adjective of the word heart?
উ. গ. Heartening

৩১. The synonym of “stringent” is

উ. ক. Rigorous

৩২. যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত

উ. খ. ৮৪

৩৩. All of the people at the conference are —

উ.ক Mathematics teachers

৩৪. Choose the correct sentence
উ. Each of the three boys got a prize

৩৫. মৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দেয়?
উ. গ. পাল শাসনামলে

৩৬. কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি?

উ. ঘ. No man can live alone

৩৭. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়

উ. গ. ২ জন

৩৮. Frequency is

উ. ঘ. Noun

৩৯. শশব্যস্ত কোন সমাস?

উ. গ. কর্মধারয়

৪০. The correct spelling is

উ. গ. Bureaucrat

৪১. কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?

উ. ক. 1526

৪২. কত মেগাবাইট 1 গিগাবাইট?

উ. খ. 2^10

৪৩. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?

উ. গ. আকাঙ্ক্ষা

৪৪. 2, 3, 5, 8, 13, 21, 34 — ধারাটির পরের সংখ্যাটি কত?

উ. খ. 55

৪৫. 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?
উ. ক. 167

৪৬. 5 টি বিড়াল 5 ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায় 100 টি বিড়াল 100 টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগব

উ. ঘ. 5

৪৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে?
উ. খ. 12

৪৮. y এর মান কত হলে 16×2 – xy +25 পুর্ণবর্গ রাশি হবে?

উ. সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)

৪৯. ভাজক ভাগফল এর ১০ গুন, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?

উ. খ. ০.০২৫

৫০. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

উ. ক. ১৩:১২:৫

৫১. স্থূলকোণী ত্রিভুজ এর স্থূলকোণের সংখ্যা-

উ. গ. ১ টি

৫২. ‘তিলে তৈল হয়’ -কোন কারকে কোন বিভক্তি?

উ. খ. অপাদান কারকে সপ্তমী

৫৩. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উ. খ. বাঙালি জাতীয়তাবাদ

৫৪. কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন?

উ. গ. টিক্কা খান

৫৫. বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর জাতির ভাষার নাম আচিক খুসিক?

উ. গ. গারো

৫৬. বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আর তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেল সংখ্যা তপুর মার্বেলের সংখ্যার দ্বিগুণ হবে। বাবুর কাছে কয়টি মার্বেল আছে?

উ. খ. ১০০

৫৭. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?

উ. ঘ. আমি সাক্ষ্য দিয়েছি

৫৮. 6 ফুট দীর্ঘ বাঁশের 6 ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা গাছের উচ্চতা কত ফুট

উ. গ. 96

৫৯. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?
উ. খ. শেখ মুজিবুর রহমান

৬০. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?

উ. খ. শ্রীলংকা

৬১. শুদ্ধ বাক্য কোনটি?

উ. খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব

৬২. কোনগুলো ওষ্ঠ ধ্বনি?

উ.খ.প, ফ, ভ, ভ,ম

৬৩. The lady prides herself — her beauty
উ. গ.in

৬৪. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত?

উ. গ. 50

৬৫. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?

উ. গ. লন্ডন

৬৬. ‘সর্বজন’- এর বিশেষণ কি

উ. গ. সর্বজনীন

৬৭. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত?

উ. খ. ৫২

৬৮. Dog days means

উ. ক. Hot weather

৬৯. At least one of the students —— full marks every time.

উ. খ. gets

৭০. The synonym of sanguine is?

উ. গ. Sparkle

৭১. কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন?
উ. গ. 2017

৭২. Counsel means

উ. ঘ. Advice

৭৩. Ambiguous means?

উ. গ. Unclear

৭৪. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন?

উ. ক.ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী

৭৫. AFTER- BEFORE

উ. খ. successor: predecessor

৭৬. নিচের কোনটি প্রবাল দ্বীপ?

উ. গ. সেন্ট মার্টিন
৭৭. সাপের বিষে কি থাকে?

উ. গ. জিংক সালফাইড

৭৮. কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত?

উ. গ. ৮০

৭৯. সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উ. ক. সম+ বিধান

৮০. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?

উত্তরঃ ঘ. 1990 সালের 26 শে নভেম্বর
ইসরাফিল,

সেটঃ 6906

১.অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে-তরল কার্বন ডাই অক্সাইড

২.

৩.টাকায় টাকা আনে- এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি– কর্তৃকারকে সপ্তমী

৪. আমি, তুমি ও– আমরা

৫.বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়-972 সালের 11 জানুয়ারি

৬.নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত-সাংহাই

৭. I wish I—-the wings of a bird. Ans: had

৮.

৯.`বর্ণ’ হচ্ছে– ধ্বনি নির্দেশক প্রতীক

১০. Light: Blind: Ans:  Speech: dumb

১১.

১২.

১৩.`সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। –বিশেষ্য

১৪.

১৫.

১৬.

১৭.তুমি না বলেছিলে এখানে আসবে- এখানে না এর ব্যবহার কি অর্থে?—‘হ্যা’বোধক

১৮.

১৯.বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়- 5 জুন

২০.

২১.

২২.

২৩.‘আ মরি বাংলা ভাষা’  ‘আ’ দ্বারা কি প্রকাশ করা হয়েছে?–আনন্দ

২৪.

২৫.কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নের অঙ্গীকার নেয়–

২৬.

২৭.

২৮.অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন–বল্লাল সেন

২৯.শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?– গণনা, গণিকা, শোণিত

৩০.বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে– ফখরুদ্দিন মোবারক শাহ

৩১.

৩২.

৩৩.‘ আমি যাব তবে কাল যাব’ এটি কোন ধরনের বাক্য?– জটিল বাক্য

৩৪.

৩৫.কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে- পারদ

৩৬.

৩৭.

৩৮.

৩৯.জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে– 15 বছর

৪০.

৪১.

৪২.‘নৌকায় নদী পার হলাম’- নৌকায় কোন কারকে কোন বিভক্তি?– করণে সপ্তমী

৪৩.

৪৪.‘ মেঘলা’ কি ধরনের শব্দ?– বিশেষণ

৪৫.

৪৬.শুদ্ধ বাক্য কোনটি?– দরিদ্রতা অভিশাপ

৪৭.

৪৮.

৪৯.‘অতিকায়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?–ক্ষুদ্রকায়

৫০.‘ বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে’ বাক্যটি কোন শ্রেণীর?–  যৌগিক

৫১.

৫২.‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ বাক্যটি কোন দোষে দুষ্ট— বাহুল্য দোষ

৫৩. নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট -ইউটিউব

৫৪. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2022 এর খেলোয়াড় উইলিয়ামসন কোন দেশের খেলোয়াড়- নিউজিল্যান্ড

৫৫.

৫৬.

৫৭.‘সিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?– শুষ্ক

৫৮.

৫৯.মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়?- প্লিহাতে.

৬০.

৬১.

৬২.

৬৩.

৬৪.

৬৫.ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত–জিব্রাল্টার

৬৬.ইউনেস্কো 21 ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে– ১৭ নভেম্ভর ১৯৯৯

৬৭.বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব সোহরাই—সাঁওতাল

৬৮.কোন বানানটি শুদ্ধ?— অতিথি

৬৯.কোন মুসলিম শাসন কালকে স্বর্ণযুগ বলা হয়— হুসেন শাহ

৭০.

৭১.মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন—  এ এইচ এম কামরুজ্জামান

৭২.

৭৩.‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?–  গৈ+অক

৭৪.

৭৫.শাহনামা গ্রন্থটি কার রচিত– ফেরদৌসী

৭৬.‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?– দ্বিগু

৭৭.কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে— দেবপাল

৭৮.

৭৯.এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি–ইয়াং সি কিয়াং

৮০.

Primary MCQ Question Solution 2019

Primary MCQ Question Solution 2019

Download Primary MCQ Question Solution 2022 3rd Phase

The solution and the main questions paper will get at our website as early as possible. To get solution early keep following our website and share our content as well. Download all phases mcq exam Question solution.

  1. 1st Phase Primary MCQ Solution 2022
  2. 2nd Phase Primary MCQ Solution 2022
  3. 3rd Phase Primary MCQ Solution 2022
  4. Every Phases Primary MCQ Question Solution 2022

Primary Assistant Teacher Exam Admit Card 2022

  1. Download Admit Card
  2. 1st Phase Exam Date 24th May 2022
  3. 2nd Phase Exam Date 31st May 2022
  4. 3rd Phase Exam Date 3rd June 2022
  5. 4th Phase MCQ Exam Date: 28th June 2022

The primary assistant teacher Admit card is now available to download. The download link has given below. Click here to get your NTRCA Admit Card by submitting your registration info. Download Admit Card

Primary Teacher Recruitment 2022 Update News

Click the download button to see all latest updates news and circular of DPE. In this year there are a lot of changes have come into the DPE program. Many more changes have come into the circular. See the full circular we have uploaded just first page of the circular.

In two or three days the discussion and recommendations will be sent to the Ministry of Education. The Ministry of education will analyze about the matters that recommended. Registration is based for the candidates on test results centrally and private schools, colleges and madrasas.

DPE Admit Card Download 2022

Many of the nominees has been appointed. Forget the many non-zero terms of the heads of institutions to show the MPO is suffering as a result of nominees in those institutions. Non-Government Teachers Registration & Certification Authority (NTRCA) will be given the new circular here ntrca.teletalk.com.bd and everybody apply from here. Ist Phase Question Solution 2022.

So, after knowing the news many a men misunderstand and go for opposition. Actually the authority has not declared about it’s proposal. After giving the last decision of the Non-Gov Teacher Registration Tests system we will inform here legally. So stay tuned with us.

To get more notice, News, updates about NTRCA stay with our page and to get information on Facebook, then like the page www.facebook.com/resultmama. To get Primary Teacher Solution 2022 stay connected with our page. Thanks for visiting our page.