15th NTRCA Question Solution 2019 School & College Level

15th NTRCA Question Solution 2019 School & College Level will be available at our website after holding the examination on 19th April 2019. The all format question and solution will get at our website correctly. Here is also available the question solution of morning session of school level. Click here for school level solution.

15th NTRCA Question Solution 2019

The examination of the 15th NTRCA exam will be held on 19th April 2019 in all over the districts of Bangladesh together. After completing the examination successfully we will upload the correct and real solution for all exam questions. To get all solution stay with us.

You Can See 16th NTRCA MCQ Question Solution 2019 from here visit here to see 16th Ntrca Solution: Click Here

NTRCA 15th Circular 2019 published on earlier of this year 2019 with so many new rules and conditions. The circular has been given below as PDF File. Everybody can see the full notice after downloading the circular. That the passing number of the test will be 40 marks. Non Government Teachers’ Registration and Certification Authority (NTRCA) has decided the decision in 67th board meeting. Registration Authority committee argued for a recommendation and the parliamentary committee held last week at the 67th officials to pass the number 40 to 50 were discussed. If you want to know details about  NTRCA update notice 2019 then visit NTRCA website.

15th NTRCA Question Solution 2019 College Level

15th NTRCA Preliminary Question
Level: College
Exam Date: 19 April, 2019
Exam Time: 3:00 PM to 4:00 PM Solution Credit Jobstestbd.com

সেট-০২ (কলেজ লেভেল)

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১. G-7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি- জাপান

২. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি- যুক্তরাষ্ট্র

৩. UNCHR এর সদর দপ্তর কোথায় – জেনেভা

৪. ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে- কাতার

৫. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?- আফ্রিকা

৬. পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কি?- চাঁদপুর

৭. জাপানের পার্লামেন্টের নাম কি?- ডায়েট

৮.বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার করা হয়েছে?- ৩০ শে অক্টোবর  ২০১৭

৯.ক্রেমলিন কি?-রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন

১০. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?- ৮ ই মার্চ

১১. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?- তাজউদ্দিন আহমেদ

১২. মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা- গানের রচয়িতা কে- অতুলপ্রসাদ সেন

১৩. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?- ময়মনসিংহ

১৪ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন-সেনাবাহিনীতে

১৫. বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?- ইউনিয়ন পরিষদ

১৬. বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস এর ভূমিকা সর্বোচ্চ?- সিএফসি

১৭. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনকে?- ১১৭৬

১৮. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে কি বলা হয়?- ইন্টারনেট

১৯. বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা- ৩৫০

২০. OPEC- এর সচিবালয় কোথায় অবস্থিত-ভিয়েনা, অষ্ট্রিয়া

২১. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?-বাথ

২২. 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়- তারামন বিবি ও সেতারা বেগম

২৩. মহান নেতা শেখ মুজিবুর রহমান কে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়- ১৯৬৯

২৪. বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি-রাশিয়া

২৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?- করোতোয়া

গণিত অংশ সমাধানঃ

২৬. ৩০%

২৭. 3/2

২৮. ১৬, ২৫

২৯. ৪ঃ১

৩০. 60°

৩১. c2 = a2+b2

৩২. ২৫৩ ডিগ্রী কোণকে কি কোণ বলে?- প্রবৃদ্ধ কোণ

৩৩. ৪

৩৪. 1

৩৫. (6-a) (4a+1)

৩৬. 16 বর্গ একক

৩৭.√3 – √2

৩৮. 9

৩৯. 1

৪০. 9

৪১. 10

৪২. 1/a3

৪৩. 4

৪৪. p2

৪৫. ৩০০ টাকা

৪৬. ৩ বছরে

৪৭.  ঘ) ৪৮/৫ বা ৯.৬ ঘণ্টা

৪৮. x/y ঘণ্টা

৪৯. ৫

৫০. ৩৩.২৫

ইংরেজী অংশ সমাধানঃ

৫৬. liberal

৫৭. Economic slow down

৫৮. He is better and superior to me

৫৯. Would have come

৬০. tolerate

৬১. should

৬২. as high as

৬৩. a verb

৬৪. Each of the three boys got a prize.

৬৫.  I was made to laugh by him

৬৬. remember

৬৭. from doing it

৬৮. enterprise

৬৯. a participle

৭০. win

৭১. deceive

৭২. The authority took him to task

৭৩. No article

৭৪. over

৭৫. I have much works to perform

বাংলা  অংশ সমাধানঃ

৭৬. Epicurism’-এর যথার্থ পরিভাষা-ভোগবাদ
৭৭.মৌলিক শব্দ কোনটি- কাল
৭৮. সুন্দর মানুষ কে নিজের দিকে টানে- বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ?-
৭৯.নীরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- নিঃ + রোগ
৮০. ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি-লুকোচুরি
৮১. অনেক শব্দটি-
৮২.ডাক্তার সাহেবের হাতযশ ভালো- নিপুণতা অর্থে
৮৩. প্রসূন এর প্রতিশব্দ হলো-পুষ্প
৮৪. I cannot spare an instant-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?-
৮৫. নির্মোক কোন শব্দগুচ্ছের সংকুচিত শব্দ-সাপের খোলস
৮৬. আমার গানের মালা আমি করবো কারে দান। বাক্যটিতে কারে শব্দটির কারক বিভক্তি কোনটি-
৮৭. বিভক্তিহীন নাম শব্দকে বলে- প্রাতিপাদিক
৮৮. সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়-
৮৯. নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ-ঝরা পালক
৯০.‘ঙ ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো-
৯১. টপ্পা কি?- এক ধরণের গান
৯২.লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি-১৯৪৮
৯৩. কোন বানানটি শুদ্ধ?- স্বচ্ছ্ব
৯৪. শীকড় শব্দের অর্থ- জলকণা
৯৫. রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র- স্বরভক্তি
৯৬.মনীষা শব্দের বিপরীত শব্দ-নির্বোধ
৯৭. ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? -বিদ্যাপতি
৯৮. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়-কোলন ড্যাস
৯৯. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন- রাজা রামমোহন রায়
১০০. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি- সাধারণ মানুষের ভাষা

15th NTRCA College Level Question Paper 2019 15th NTRCA College Level Question Solve 2019 15th NTRCA College Level Question Solve 2019

15th NTRCA Question Solution 2019 School Level

15th ntrca question solution 2019

15th NTRCA Preliminary Question
Level: School
Exam Date: 19 April, 2019
Exam Time: 10:00 AM to 11:00 AM Solution Credit Jobstestbd.com

গণিত অংশ সমাধানঃ

১. ৩৩০০ টাকা

২. ৫০%

৩. ১৭

৪. ৪৫০

৫. ২৪

৬.  (x2-y2) (x2+xy+y2)

৭. ৩০

৮. 33

৯. 43

১০. 83

১১. 194

১২. 3

১৩. 0

১৪.

১৫.

১৬.

১৭. n(n+1)/2

১৮. 1<x<4

১৯.

২০.

২১.

২২.  ১১,১২

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান- স্পিকার

২৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে- ফ্রান্স

২৫. বাংলাদেশের প্রথম ফিস ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত-কক্সবাজার শহরের ঝাউতলায়

২৬. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত-পটুয়াখালীর লেবুখালীতে

২৭. ই- 8 পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে-৮টি পরিবেশ দুষণকারী দেশ

২৮. কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়- ROM

২৯. ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথ এর সদস্য দেশ- মোজাম্বিক ও রুয়ান্ডা

৩০. টেকসই উন্নয়ন মাত্রা অর্জুন এর সময়কাল নিম্নের কোনটি-২০১৬ থেকে ২০৩০ সাল

৩১. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি- ময়মনসিংহ সিটি কর্পোরেশন

৩২. বিশ্ব অটিজম দিবস পালন করা হয়- এপ্রিল ০২

৩৩. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি- বাংলাদেশ-ভারত সীমান্ত

৩৪. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে-যুক্তরাষ্ট্র

৩৫. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য হয়

৩৬. বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে-১৯৯৮

৩৭. 2018 সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন কোন দেশের নাগরিক-ক্রোয়েশিয়ার

৩৮. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি-পুণ্ড্র

৩৯. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের

৪০. 2018 সালের অর্থনীতির নোবেল পুরস্কার পেয়েছে কে-উইলিয়াম ডি. নরডাস ও পল এম. রোমার

৪১. কোন সময় কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে-২০২০ ও ২০২১

৪২. জাপান পাল হারবার আক্রমণ করে কবে-৭ ডিসেম্বর, ১৯৪১

৪৩. বায়ুমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়- নাইট্রোজেন

৪৪. ইউয়ান কোন দেশের মুদ্রা-চীনের

৪৫. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত- ইতালি

৪৬. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-ক্যালসিয়াম অক্সালেট

৪৭. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ- চীন

বাংলা অংশ সমাধানঃ

৪৮. নিচের কোন শব্দটি প্রাতিপাদিক-লাঙ্গল

৪৯. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়- কবি

৫০. আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?- আবাহন

৫১. মন না মতি? বাগধারাটির অর্থ কি——– অস্থির মানব মন

৫২. বীর সন্তান প্রসব করে যে নারী- এক কথা তাকে কি বলে?- বীরপ্রসূ

৫৩.অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি- পানি

৫৪. দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়-√দীপ+শানচ

৫৫. নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ-ড

৫৬. শুদ্ধ বানান কোনটি-রুগন

৫৭. মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে- আরবি

৫৮.পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে- কোন কারকে কোন বিভক্তি- কর্ম কারকে শূন্য

৫৯. কোনটি নিপাতনে সিদ্ধ যুক্ত শব্দ- সৌর

৬০. অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ- যোগরূঢ় শব্দ

৬১. বাংলা বর্ণমালা, পূর্ণমাত্রা,অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে- ৩২,৮,১০

৬২.নিচের কোন শব্দটির সাধু ভাষার ব্যাপারে উপযোগী- জুতা

৬৩. উদ্ধরণ চিহ্নের পূর্বে বসাতে হবে-কমা

৬৪.‘ খাতক’ এর বিপরীত শব্দ- মহাজন 

৬৫.`Phoneme’-শব্দের অর্থ- ধ্বনিমূল

৬৬.‘ অরুণ রাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ- উপমান কর্মধারয়

৬৭.‘হ্ম ‘ এর সঠিক বিশ্লেষণ কোনটি-  +ম

৬৮. Apenthesis -এর অর্থ- অপিনিহিতি

৬৯. ভাস্বর – এর সন্ধি বিচ্ছেদ কি-ভাস্ +বর

৭০. আদেশ অর্থ অনুদান কোনটি- আমটা খাও

৭১. চক্ষুদান করা- বাগধারার?- চুরি করা

৭২.গুণ ও বৃদ্ধি বলা হয়- কৃৎ প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে

ইংরেজি অংশ সমাধানঃ

73. His behavior surprised me. (passive)

Ans:  I was surprised at his behaviour.

74. The word ‘Camouflage’ means–

— disguise

75. It burns the prettiest of any wood.(positive)

— No other wood burns as pretty as it.

76 . Anybody can apply for the post. Here ‘anybody’ is –

–Indefinite pronoun

77. ‘once in a blue moon’ means–

— very rarely.

78. I opened the door as soon as I — the bell.

— heard

79. He talks as if —

— he were mad.

80.He parted —- his friends in tears.

— from

81. Choose the correct sentence—-

— It rained last night.

82. ‘Get rid of’ means–

— to be free from.

83. The teacher made the children — the book.

— read

84. The word ‘homogeneous’ means—

— of the same kind.

85. আমরা বিষয়টি আলোচনা করবো।

— We shall discuss the matter.

86. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।

— Nowhere will you find such a country.

87. Who is calling me ?(passive)

— By whom am I being called?

88. The roads of Rajshahi are wider —

— than those of Dhaka.

89. A speech full of too many word is–

— A verbose speech.

90. Credit Tk. 5,000 — my account.

–to.

91. All love flower? (Interrogative)

— Who do not love flower?

92. The adjective form of the word ‘study’ is–

— studious

93. He said,”I went to Tangail.”(Indirect)

–He said that he had gone to Tangail.

94. The verb of the word ‘economy’ is —

— economize

95. A person whose head is in the clouds is–

— a day dreamer.

96. শব্দটি কেটে দাও।

–Pen through the word.

97. While living in poverty , the poet had to — a great deal of sufferings.

–put up with.

গণিতঃ

৯৮. ৬০

৯৯. ২০০০ টাকা

১০০. ৬

https://i.imgur.com/dJLUOwD.jpg

https://i.imgur.com/H5XQJa1.jpghttps://i.imgur.com/r0rzcw7.jpg

We are working to solve the Question of NTRCA College level examination. To get accurate solution stay with our website and look after the post as well.

15th NTRCA Admit Card Download

The 15th NTRCA Admit card is now available to download. The download link has given below. Click here to get your NTRCA Admit Card by submitting your registration info. Download Admit Card

NTRCA Update News

Click the download button to see all latest updates news and circular of NTRCA. In this year there are a lot of changes have come into the NTRCA program. Many more changes have come into the circular. See the full circular we have uploaded just first page of the circular.

In two or three days the discussion and recommendations will send to the Ministry of Education. The Ministry of education will analyze about the matters that recommended. Registration is based for the candidates on test results centrally and private schools, colleges and madrasas.

So, after knowing the news many a men misunderstand and go for opposition. Actually the authority has not declared about it’s proposal. After giving the last decision of the Non-Gov Teacher Registration Tests system we will inform here legally. So stay tuned with us.

To get more notice, News, updates about NTRCA stay with our page and to get information on Facebook, then like the page www.facebook.com/bdresultpage. To get 15th NTRCA Question Solution 2019 stay connected with our page. Thanks for visiting our page.